কলকাতা, ১৮ মে (হি. স.) : পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তাহলে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
সিবিআই হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ডিভিশন বেঞ্চের নির্দেশও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে। শেষ চেষ্টা হিসাবে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলে অনুমান করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে শীর্ষ আদালতের সেই লড়াই পার্থ বাবুর জন্য খুব একটা সহজ হবে না। কারণ, সেই প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।