Arrested : বরপেটারোডে অবৈধ লটারির বিরুদ্ধে পুলিশি অভিযান, নগদ ১.৮৭ লক্ষ টাকা সহ গ্ৰেফতার এক

বরপেটারোড (অসম), ১৮ মে (হি.স.) : বরপেটারোডে অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ নগদ লক্ষাধিক টাকা, বহু লটারির টিকিট সহ এক যুবককে গ্রেফতার করেছে।

আজ বুধবার বরপেটারোড থানার ওসি বিপুল কলিতা এই খবর দিয়ে জানান, গতকাল রাতে অবৈধ লটারির বিরুদ্ধে তাঁর নেতৃত্ব এক অভিযান চালানো হয়েছিল৷ তাঁরা বরপেটারোডের ১ নম্বর ওয়ার্ডের রামনগরের বাসিন্দা প্রয়াত চিওরঞ্জন ধরের ছেলে চন্দ্ৰকান্ত ধর ওরফে কালা (৩০)-র অভিযান চালান। অভিযানে চন্দ্ৰকান্তের ঘর থেকে অসমে নিষিদ্ধ নাগাল্যান্ড লটারির প্রায় ২৫ হাজার টাকার অবিক্রিত টিকিট, বেশ কয়েকটি টিকিটের কাউন্টার ফয়েল, নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকা এবং টাকা গোনার একটি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে৷

বরপেটারোডে একটি অসাধু চক্ৰ তির, আইপিএল, এন্ডিং লটারির শেষ নম্বরের জুয়ার রমরমা চালিয়েছে। বিভিন্ন সময় স্থানীয় জনতা এ সবের বিরুদ্ধ অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থও হয়েছেন। তবু কী করে পুলিশের চোখে ধুলো দিয়ে অসাধু চক্ৰটি অবৈধ লটারি ও জুয়ার বাণিজ্য গড়ে তুলেছে সেটা লক্ষ টাকার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *