Fire: ত্রিকুটা পাহাড়ে বনাঞ্চলে আগুন! নতুন রুটে বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা, ব্যাটারি গাড়ি পরিষেবাও স্তব্ধ

কাটরা, ১৮ মে (হি.স.): ত্রিকুটা পর্বতে পাহাড়ি বনাঞ্চলে আগুন লাগার কারণে নতুন রুট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। নতুন রুটে তীর্থযাত্রীদের যাতায়াত বন্ধ করে দেওয়ার পাশাপাশি ব্যাটারি গাড়ি পরিষেবাও স্তব্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড। নতুন রুটে বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ থাকলেও, বুধবার চিরাচরিত রুটে যাত্রা স্বাভাবিকই ছিল।

বুধবার সকালে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড জানিয়েছে, “ত্রিকুটা পাহাড়ে বনাঞ্চলে আগুন লাগার কারণে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বুধবার সকালে যাত্রা এবং পরিষেবা নতুন ট্র্যাকে (রুটে) স্থগিত করা হয়েছিল। চিরাচরিত ট্র্যাক (রুট) দিয়ে যাত্রা অব্যাহত ছিল।” সেই চিরাচরিত রুট দিয়েই এদিন যাত্রা করেন তীর্থযাত্রীরা। এদিন সকালেও শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পুণ্যার্থীর ভিড় ছিল অন্যান্য দিনের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *