North Korea : উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু বেড়ে ৬৯, মোট আক্রান্তের সংখ্যা ১.৭২ মিলিয়ন ছাড়িয়েছে

পিয়ংইয়ং, ১৮ মে (হি.স.): উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মোট মৃত্যুর সংখ্যা ৬৯-এ পৌঁছে গিয়েছে, পাশাপাশি আক্রান্তের সংখ্যা বুধবারের মধ্যে ১.৭২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ক্ষোভের সুরে বলেছেন, দেশের আধিকারিকদের অবহেলা এবং অলসতার জন্য দেশে কোভিড প্রাদুর্ভাব এতটা খারাপ হয়েছে।

উত্তর কোরিয়ায় করোনা-সংক্রমণের প্রথম হদিশ মিলেছে গত সপ্তাহে, তারপর মাত্র কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়েছে ৬৯ জনের ও আক্রান্তের সংখ্যা ১.৭২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১.৭২ মিলিয়নেরও বেশি মানুষ জ্বর-এ অসুস্থ। নতুন করে জ্বরে ১৩ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৬৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৬৩ হাজার ৯১০ জন। কিম ইতিমধ্যেই করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় “পুরো টিমকে সক্রিয় আগ্নেয়গিরির মতো জাগিয়ে তোলার” প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *