Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ৩৬ জন

মথুরা, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন পুণ্যার্থী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে ট্রাকে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাজনার কাছে।

পুলিশ সুপার (গ্রামীণ) শ্রীশ চন্দ্র জানিয়েছেন, দিল্লির শাহাদারা এলাকা থেকে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া বাসটি নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাকে ধাক্কা মারে। বৃন্দাবন থেকে ফিরছিলেন বাসের যাত্রীরা। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনে বসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম-শাহাদারার র্যাম নগরের বাসিন্দা মানক চন্দ্র (৫৫), মানসরোবর পার্কার বাসিন্দা সুভাষ চন্দ্র শর্মা (৬০), এবং হাথরাস জেলার গুবারির বাসিন্দা হরপাল সিং। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।