নয়াদিল্লি, ১৮ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯১.৬৫-কোটির মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৯৭ হাজার ৬৯৫ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা (মোট ৪৮৮ দিনে) পর্যন্ত ১,৯১,৬৫,০০,৭৭০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ মে সারা দিনে ভারতে ৪,৩৪,৯৬২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৪৯,২৬,৬০২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৩৪,৯৬২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৮২৯ জন।