পিয়ংইয়ং, ১৭ মে (হি.স.): উত্তর কোরিয়ায় কোভিডের ঢেউয়ের মধ্যেই নতুন করে জ্বরে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। করোনা-মোকাবিলায় উত্তর কোরিয়ায় শাসক কিম জং উনের নির্দেশের পরই সামরিক বাহিনীর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। করোনা-ঠেকাতে উত্তর কোরিয়ায় এখন লকডাউন লাগু রয়েছে, কোরিয়ান পিপলস আর্মির মেডিকেল ইউনিটের শত শত কর্মীকে রাজধানী পিয়ংইয়ংয়ে র্যালি করতে দেখা গিয়েছে।
সামরিক বাহিনী “জরুরিভাবে পিয়ংইয়ং শহরের সমস্ত ফার্মেসিতে নিজস্ব বাহিনী মোতায়েন করেছে” এবং ২৪ ঘন্টা পরিষেবা ব্যবস্থার অধীনে ওষুধ সরবরাহ করতে শুরু করেছে। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১.৪৮ মিলিয়নেরও বেশি মানুষ “জ্বর”-এ অসুস্থ। নতুন করে জ্বরে ৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৫৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৬৩ হাজার ৯১০ জন।