কিংস্টন, ১৭ মে (হি.স.): গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে চলেছে ভারত ও জামাইকা। বললেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে জামাইকার কিংস্টনে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি বলেছেন, ভৌগলিক দূরত্বের মতো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক ও বাণিজ্যিক মিথস্ক্রিয়া বেড়েছে দুই দেশের মধ্যে। যাইহোক, বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে।”
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেছেন, “কোভিড মহামারীর সময়ও আমাদের মধ্যে সহযোগিতা অব্যাহত ছিল, যখন আমরা ভারত সরকারের ভ্যাকসিন ফ্রেন্ডশিপ উদ্যোগের অধীনে ২০২১ সালের মার্চ মাসে মেড ইন ইন্ডিয়া কোভিড ভ্যাকসিন নিয়ে জামাইকায় পৌঁছেছিলাম। ভারতীয় প্রবাসীরা হলেন দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু।” জামাইকার গভর্নর-জেনারেল এবং সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উত্থাপন করে রাষ্ট্রপতি বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। জামাইকার ফার্স্ট লেডি ভারতীয় সংস্কৃতিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ‘সালোয়ার-কুর্তা’ পরিধান করেছেন।”
জামাইকা সফররত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোমবার কিংস্টনে হিরোজ গার্ডেনে চিন্তাবিদ মার্কাস গারভির সমাধিস্থল পরিদর্শন করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি জামাইকার গভর্নর জেনারেল প্যাট্রিক অ্যালেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি কোবিন্দ প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেজের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ডক্টর বাবাসাহেব আম্বেদকর এর নামে একটি রাস্তার উদ্বোধন করেছেন। এছাড়াও ভারত-জামাইকা বন্ধুত্বের স্মারক হিসেবে সে দেশে একটি উদ্যানকে জামাইকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। জামাইকার মোট জনসংখ্যার ৩ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত।