BCCI : মিতালি-ঝুলনদের বাদ দিয়েই দল ঘোষণা বিসিসিআইয়ের

মুম্বই, ১৬ মে (হি.স.) : আসন্ন উইমেন’স টি-২০ চ্যালেঞ্জের জন্য সোমবার দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে হরমনপ্রীত কউরের সুপারনোভাস, স্মৃতি মন্ধনার ট্রেইলব্লেজার্স ও দীপ্তি শর্মার ভেলোসিটি।

আগামী ২৩-২৮ মে পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টি-২০ টুর্নামেন্ট। তবে খেলছেন না দেশের দুই অভিজ্ঞ তারকা মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। সূত্রের খবর তাঁদের বিশ্রাম দিয়েছে বোর্ড। ভারতীয় মহিলা দলের সঙ্গেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলবেন উইমেন’স টি-২০ চ্যালেঞ্জে। এবার মোট ১২ জন বিদেশি তারকা অংশ নিয়েছেন। প্রতিটি দলই ১৬ সদস্যের।


সুপার নোভা : হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), তানিয়া ভাটিয়া(ভাইস ক্যাপ্টেন), অ্যালানা কিং, আয়ূষ সোনি, চাঁদু ভি, ডিন্ড্রা ডোটিন, হরলিন দেওল, মেঘনা সিং, মণিকা প্যাটেল, মুসকান মালিক, পূজা বস্ত্রকার, প্রিয়া পুনিয়া, রাশি কানোজিয়া, সোফি একলেস্টোন, সান লুস ও মানসী যোশী।

ট্রেইলব্লেজার্স : স্মৃতি মন্ধনা(ক্যাপ্টেন), পুনম যাদব(ভাইস ক্যাপ্টেন), অরুন্ধতী রেড্ডি, হেলি ম্য়াথিউজ, জেমিমা রডরিগেজ, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং, রিচা ঘোষ, এস মেঘানা, সাইকা ইশাক, সালমা খাতুন, শার্মিন আখতার, সোফিয়া ব্রাউন, সুজাতা মল্লিক, এসবি পোখারকর।

ভেলোসিটি : দীপ্তি শর্মা(ক্যাপ্টেন), স্নেহ রানা(ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, আয়াবোঙ্গা খাকক, পি নভগির, ক্যাথরিন ক্রস, কীর্তি জেমস, লরা উলভার্ড, মায়া সোনাওয়ানে, নাথাকান শ্য়ানথাম, রাধা যাদব, আরতি কেদার, শিবালি শিন্ডে, শ্রীমান বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া ও প্রণবি চন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *