Rally : কুলাইয়ে বৌদ্ধ বিহারের উদ্যোগে রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কুলাই মহামুনি বৌদ্ধ বিহারের উদ্যোগে সোমবার এক সুসজ্জিত রেলি সংগঠিত করা হয়৷ রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলি শেষে মহামুনি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ এই রেলি এবং ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সামাজিক ও ধর্মীয় রীতিনীতি হিসেবেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মহামুনি বৌদ্ধ বিহারের তরফ থেকে জানানো হয়েছে৷ আগামী দিনেও ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়৷ এদিনের রেলি থেকে শান্তি সম্প্রীতি এবং বিশ্ব সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে৷