Mehbooba Mufti: প্রকৃত বিষয় থেকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করা হচ্ছে : মেহবুবা মুফতি

শ্রীনগর, ১৬ মে (হি.স.): প্রকৃত বিষয় থেকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি। একইসঙ্গে জ্ঞানবাপী মসজিদ ইস্যু নিয়েও মুখ খুলেছেন মেহবুবা। তাঁর কথায়, তাঁরা এখন আমাদের সমস্ত মসজিদের পিছনে উঠেপড়ে লেগেছে। সোমবার ক্ষোভের সুরে মেহবুবা মুফতি বলেছেন, “আমরা কাশ্মীরি পন্ডিতদের জন্য নিরাপদ বাতাবরণ তৈরি করেছি। ২০১০, ২০১৬ সালে চরম অস্থিরতার সময়, কোনও হত্যাকাণ্ড ঘটেনি৷ কাশ্মীর ফাইলস ছবিটি উস্কানি দিচ্ছে৷”

মেহবুবা দাবি করেছেন, “তাঁরা প্রকৃত বিষয় থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করছে এবং এখন জ্ঞানবাপী মসজিদের পিছনে পড়েছে।” মেহবুবা মুফতি আরও বলেছেন, “তাঁরা এখন আমাদের সমস্ত মসজিদের পিছনে উঠেপড়ে লেগেছে। আপনারা যে সমস্ত মসজিদের দিকে নজর দিচ্ছেন সেগুলির একটি তালিকা আমাদের দিন… তাঁরা এখন জ্ঞানবাপী মসজিদের পিছনে পড়েছে। তাঁরা যদি সব কিছু নিয়ে নেয় তাহলে কী ভালো হবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *