নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সোমবার সিকিমের রাজ্য দিবসে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছরগুলিতে রাজ্যের উন্নতির জন্য তিনি প্রার্থনা করেছেন।
এদিন তিনি টুইটে লিখেছেন, “সিকিমের রাজ্যবাসীকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাই। এই রাজ্যটি তার মহান সংস্কৃতি এবং অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আমি আগামী বছরগুলিতে সিকিমের উন্নতির জন্য প্রার্থনা করি।”
১৯৭৫ সালের ১৬ মে সিকিম ভারতের ২২ তম রাজ্যে পরিণত হয়। প্রতি বছর এইদিনটি তাদের ছুটির দিন হিসেবে চিহ্নিত করে। সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের একটি রাজ্য হওয়ার ৪৭ বছর পূর্ণ করেছে। ১৯৭৫ সালের ১৫ মে
ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ একটি সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষরের একদিন পরে সিকিম ভারতের ২২ তম রাজ্যে পরিণত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীও এই উপলক্ষে সিকিমের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।