নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা থানা এলাকার বেত বাগানে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ৷ লরি চালক এবং সহ চালককেও গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কে বেত বাগান এলাকায় একটি লরি আটক করে তল্লাশি চালায়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে ৬১ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধার করা গাজার পরিমান সাতশত ৩২ কেজি৷
জানাযায় রাজ্য থেকে এই গাঁজা বোঝাই করে বহিররাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জাতীয় সড়কে লরিটি আটক করে তল্লাশি চালানোর ফলে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ লরি চালক এবং সহচালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমবাসা থানার পুলিশ৷ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গাজার উৎস স্থল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে৷ এই গাঁজা পাচার চক্রের কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করে তাদেরকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷
পুলিশের পদস্থ আধিকারিকরা আটক করা গাড়ির চালক এবং সহ চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷ উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে৷ গাঁজা চাষ এবং পাচার বাণিজ্য বন্ধ করার জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে৷ অথচ সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে এবং উৎপাদিত গাজা বহিররাজ্যে প্রতিনিয়ত নানা কৌশলে পাচার হচ্ছে৷

