Rally : বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বুদ্ধের স্মৃতি বিজড়িত বৌদ্ধের ২৫৬৬ তম জন্ম, বুদ্ধত্ব লাভ, এবং মহাপরিনির্বাণ উপলক্ষে  উত্তর ধলাঝাড়া এলাকার সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় শোভাযাত্রা এবং বৌদ্ধের নীতির টেবলু মহকুমা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷

উক্ত শোভাযাত্রা ফিতা খেটে শুভ সূচনা করেন টুসিতা পরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রত্ন প্রিয় ভিক্ষু৷ শেষে উত্তর গাছ বাগান বৌদ্ধ বিহারে এসে ধর্মীয় সভা, বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানে মিলিত হন৷  উত্তর গাছ বাগান বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত রত্নশ্রী ভিক্ষু মহোদয়ের প্রয়াণে সদগতি কামনা করা হয়৷

উক্ত ধর্মীয় শোভাযাত্রায় মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ পরিশেষে মহকুমা হাসপাতালে রোগিদের মধ্যে ফল ও মিষ্টি দেওয়া হয়৷