শোপিয়ান, ১৫ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়াগামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে জখম এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তির নাম শোয়েব আহমেদ গনি (২২) তুর্কিওয়াঙ্গামের বাসিন্দা। আহতকে চিকিৎসার জন্য পুলওয়ামার জেলা হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি মারা যান।
কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “সন্ত্রাসীরা শোপিয়ানের সঙ্গে সংযোগকারী সেতুর কাছে পুলওয়ামার সিআরপিএফ-১৮২ বাহিনীর যৌথ টহল দলের উপর গুলি চালায়। সন্ত্রাসবাদী এবং যৌথ বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে এক সাধারণ ব্যক্তি আহত হন এবং তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।