আগরতলা, ১৪ মে (হি. স.) : ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা: মানিক সাহা। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ এবং প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন। আজ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ দেওয়ার পর বিধায়ক দলের বৈঠকে ডা: মানিক সাহার নামে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সীলমোহর পড়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েই তিনি সোজা রাজ ভবনে চলে যান ডা: মানিক সাহা।এদিন ডা: মানিক সাহা পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর বলেন, প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর রাজ্যসভার সাংসদের দায়িত্ব পেয়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরার প্রগতির জন্য সমস্ত চেষ্টা করা হবে। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টার কোন ত্রুটি রাখব না।
2022-05-14