আগরতলা, ১৩ মে : শুক্রবার রাজধানীর কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকা সহ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান গুলি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। নিগমের মেয়র দীপক মজুমদার এদিন ওয়ার্ডের বিভিন্ন ড্রেইন গুলিও ঘুরে দেখেন। কথা বলেন ওয়ার্ডের বাসিন্দাদের সাথে।
পরে এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান, ২০১৮ সালের আগে আগরতলা শহরবাসী জল নিষ্কাশনি সমস্যায় ভুগতেন। বর্তমানে সেই সমস্যা থেকে শহরবাসি মুক্তি পেয়েছে। এখন আর আগরতলা শহরে আগের ন্যায় জল জমে না। ধীরে ধীরে জল নিষ্কাশনি ড্রেইন গুলি উন্নত করা হচ্ছে।
তিনি সকলের প্রতি আহ্বান জানান, নিজ নিজ বাড়ির আবর্জনা ড্রেইনে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য। তিনি আরও জানান, আগরতলা শহরকে ঢেলে সাজানো হবে। তার জন্য অর্থের কোন সমস্যা হবে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগরতলা শহরের উন্নয়নের জন্য ১০ কোটি টাকার বিশেষ ফান্ড দিয়েছেন। কাজও শুরু হয়ে গেছে। আগরতলা শহরের শিক্ষিত বেকার যুবকরা এই কাজ করছে। কাজের গুনমান বজায় রাখা হচ্ছে। তিনি আরও জানান, ১৭ নং ওয়ার্ডেরও সকল সমস্যার সমাধান করা হবে। তবে কিছু সময়ের প্রয়োজন।