পিয়ংইয়ং, ১২ মে (হি.স.): এই প্রথমবার, উত্তর কোরিয়াতে হদিশ মিলল কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন প্রজাতির। উত্তর কোরিয়ায় একজনের শরীরে করোনার হদিশ পাওয়ার পরই দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ফ্যাক্টরি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক।
বিগত দু’বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯। কিন্তু, করোনা এতদিন পৌঁছতে পারেনি উত্তর কোরিয়ায়, এবার শেষরক্ষা হল না। কিমের দেশেও পৌঁছে গিয়েছে কোভিড-১৯। করোনা-আক্রান্তের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছেন কিম। মারণ ভাইরাসকে রুখতে ফ্যাক্টরি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায়।