আগরতলা, ১২ মে (হি. স.) : ত্রিপুরা প্রদেশ বিজেপিতে সাংগঠনিক রদবদল করা হয়েছে। বিভিন্ন জেলা ও মোর্চার প্রভারী পদে নেতৃত্বে বদল এনেছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ ডা: মানিক সাহা। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পরিবর্তন করেছেন।
প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার জানিয়েছেন, প্রদেশ সভাপতি অধ্যাপক (ডাঃ) মানিক সাহা আজ কয়েকটি জেলার প্রভারীর রদবদল এবং সহ-প্রভারী ও সংখ্যালঘু মোর্চার নতুন রাজ্য সভাপতির নিযুক্তি দিয়েছেন। তাতে, ঊনকোটি জেলা এবং যুব মোর্চার রাজ্য প্রভারী হিসেবে টিঙ্কু রায়, সদর (শহরাঞ্চল) সাংগঠনিক জেলা এবং কিষান মোর্চার রাজ্য প্রভারী হিসেবে কিশোর বর্মন, দক্ষিন ত্রিপুরা জেলা এবং মহিলা মোর্চার রাজ্য প্রভারী হিসেবে পাপিয়া দত্ত, খোয়াই জেলা প্রভারী হিসেবে অমিত রক্ষিত, ধলাই জেলা প্রভারী হিসেবে রেবতী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা (উত্তর) জেলা প্রভারী হিসেবে রাজীব ভট্টাচার্য্য, সিপাহীজলা (দক্ষিণ) জেলা প্রভারী এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য প্রভারী হিসেবে মোঃ জসীম উদ্দীন, সদর (গ্রামীন) সাংগঠনিক জেলা প্রভারী হিসেবে সজল আচার্য্য, গোমতী জেলা প্রভারী হিসেবে রতন ঘোষ এবং ধলাই জেলা সহ-প্রভারী হিসেবে যাদব লাল নাথ এবং সিপাহীজলা (উত্তর) জেলা সহ-প্রভারী হিসেবে মৌসুমী দাসকে নিযুক্তি দেওয়া হয়েছে।
সাথে তিনি যোগ করেন, জনজাতি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে রামপদ জমাতিয়া, ওবিসি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে তাপস মজুমদার, এস সি মোর্চার রাজ্য প্রভারী হিসেবে রেবতী মোহন দাস নিযুক্ত হয়েছেন। তাছাড়া, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি হিসেবে মোঃ শাহ আলমকে নিযুক্তি দেওয়া হয়েছে। তিনি মোহম্মদ শাহপরান উদ্দীনের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রদেশ সভাপতি অধ্যাপক (ডাঃ) মানিক সাহা তাঁদের সকলের কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন বলে সুনিত বাবু জানিয়েছেন।