Chess : জাতীয় দাবা : জয়-পরাজয়ের মধ্যেই লড়াকু মেজাজে এগুচ্ছে ত্রিপুরার আরাধ্যা

বিশাখাপত্তনমের ভাইজাখে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। বৃহস্পতিবার চতুর্থ দিনে হয় সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন সকালে সপ্তম রাউন্ডে সদ্যসমাপ্ত জম্মুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১০ বালিকাদের দাবা প্রতিযোগিতায় ভারত সেরার সম্মান পাওয়া কর্ণাটকের তথা আসরের দ্বিতীয় বাছাই ছার্বি এ-‌র মুখোমুখি হয়েছিলো।

দুরন্ত লড়াই করেছিলো সে। প্রায় ৩ ঘন্টা ধরে চলছে ৬৪ ঘরের মস্তিস্কের লড়াই। শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে ত্রিপুরার আরাধ্যাকে। বিকেলে অষ্টম রাউন্ডে দুর্দান্ত খেলে  পরাজিত করে কেরলের জানকি এস ডি কে। লন্ডন ওপেনিং খেলে ৫৩ চালে পরাজিত করে বিপক্ষকে। ৮ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট ৬। ভারত সেরা হওয়ার দৌড় থেকে কার্যত অনেকটাই পিছিয়ে পড়েছে আরাধ্যা।

এখন লক্ষ্য দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল করা। এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার এদিন হতাশ করে। সকালে সপ্তম রাউন্ডে মহারাষ্ট্রের আরিভ নীলেশের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বিকেলে অন্ধ্রপ্রদেশের গোলাপাল্লি হর্ষিতের বিরুদ্ধে পরাজিত হয় রোদ্র। আট রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট সাড়ে ৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *