Protest : রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

কৈলাসহর, ১২ মে : ঊনকোটি জেলার কৈলাসহরের টিলাবাজার থেকে বাবুর বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই মোটর শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন এ ব্যাপারে জরুরী ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে বৃহস্পতিবার অটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা সংস্কারের দাবিতে বাবুর বাজারে পথ অবরোধ করা হয়েছে। অটো শ্রমিকরা পথ অবরোধ আন্দোলনে এলাকার মানুষজনও স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। অবরোধের ফলে সকাল থেকেই এই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে জনদুর্ভোগ চরমে আকার ধারণ করে।

অবরোধকারীরা জানান, দীর্ঘ বছর ধরে টিলা বাজার থেকে বাবুর বাজার পর্যন্ত যাওয়ার রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তা সহ পূর্ত দপ্তরের এসডিওকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও রাস্তাটি সংস্কারের জন্য জরুরিভত্তিতে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, টিলা বাজার থেকে বাবুর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার না করার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। তাতে প্রাণহানি এবং প্রতিনিয়ত মানুষ জখম হচ্ছেন। বিপদসংকুল এই রাস্তা দিয়ে যানবাহন চালাতে গিয়ে যানবাহনের চালক এবং মালিকরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তাটির বেহাল অবস্থায় থাকার কারণে জরুরি ভিত্তিতে কোথাও যাতায়াত করা সম্ভব হয় না। প্রসূতি মায়েদের কিংবা অসুস্থ কোন ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তার বেহাল দশার কারণে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল  সময় মত বাজারজাত করতে পারেন না। এসব সমস্যার কথা স্থানীয় জনগণ এবং কৃষকদের তরফ থেকেও বহুবার প্রশাসনের নজরে আনা হয়েছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়েই বৃহস্পতিবার পথ অবরোধের শামিল হল অটো শ্রমিক এবং স্থানীয় জনগণ।

এদিন রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ  স্থলে ছুটে আসেন। প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে। এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে বলেও জানান প্রশাসনিক আধিকারিকরা। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর আপাতত তারা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।