Sensex : ধস শেয়ার বাজারে, একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স

মুম্বই, ১১ মে (হি. স.) : বুধবারও ধস নামল শেয়ার বাজারে। এ নিয়ে টানা চারদিন শেয়ারবাজারে ধস নামল। একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ৭৩ পয়েন্ট। কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়ে কার্যত আতঙ্কে বিনিয়োগকারীরা। সব ক্ষেত্রের শেয়ারদর ছিল নিম্নমুখী।

এদিন ৫৪ হাজার ১১৮ সূচক নিয়ে খুলেছিল বাজার। এক ঘন্টা ছাড়াতে না ছাড়াতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বাজার। দুপুর দেড়টা নাগাদ ৫৩ হাজার ৫৯২ সূচকে নেমে দাঁড়ায় সেনসেক্স। পরে সেই ধাক্কা সামলে উঠে ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তবে বেশিদূর এগোতে পারেনি। বাজার বন্ধের সময় ২৭৬ দশমিক ৪৬ সূচক হারিয়ে ৫৪ হাজার ৮৮ দশমিক ৩৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর ৭২ দশমিক ৯৫ পয়েন্ট খুঁইয়ে দীর্ঘদিন বাদে ১৬ হাজার ২০০ সূচকের নিচে নেমে যায় নিফটি। বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৭ দশমিক ১০ পয়েন্টে।