Arrested: নয়ডার সিইও রিতু মহেশ্বরীর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : নয়ডার প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) আইএএস অফিসার রিতু মহেশ্বরীর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের জারি করা জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত আগামী ১৩ মে পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে।

গৌতম বুদ্ধ নগরের নিউ ওখলা শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের (এনওআইডিএ) প্রধান নির্বাহী আধিকারিক রিতু মহেশ্বরীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির একটি বেঞ্চ শুক্রবার পর্য়ন্ত বিষয়টি স্থগিত করেছে এবং ভারতের প্রধান বিচারপতির নির্দেশ পাওয়ার পরে “যেকোন উপযুক্ত বেঞ্চের” সামনে মামলাটি তালিকাভুক্ত করতে বলা হয়েছে।
মহেশ্বরী তার বিরুদ্ধে অবমাননার মামলায় হাজির হতে ব্যর্থ হওয়ার পর এলাহাবাদ হাইকোর্টের আদেশ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *