নয়াদিল্লি, ১১ মে (হি.স.): জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষ্যে দেশের বিজ্ঞানীদের পোখরানে ভারতের দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষার ২৪ তম বার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ বছরের আগে ভারতের ক্ষমতা দেখেছিল গোটা বিশ্ব। ভারত ১৯৯৮ সালের এই দিনে, রাজস্থানের পোখরানে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালায়। সেই থেকে দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়।
বুধবার জাতীয় প্রযুক্তি দিবসে বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, জাতীয় প্রযুক্তি দিবসে আমরা আমাদের দ্বীপ্তিমান বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাঁদের প্রচেষ্টার ফলে ১৯৮৮ সালে পোখরানের পরীক্ষা সফল হয়েছিল। প্রধানমন্ত্রী টুইটে আরও জানান, আমরা গর্বের সঙ্গে অটলজির অনুকরণীয় নেতৃত্বকে স্মরণ করছি, যিনি অসামান্য রাজনৈতিক সাহস এবং রাষ্ট্রনায়কত্ব দেখিয়েছিলেন।
১৯৯৮ সালের ১১ মে রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের নেতৃত্বে ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তি-১ এর সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। প্রতি বছর সেই সাফল্যের কারিগরদের সম্মান জানানো হয়। পরবর্তীকালে দিনটির গুরুত্ব বাড়ে ডিআরডিও-এর উদ্যোগে পোখরানে দেশের সার্ফেস-টু-এয়ার ত্রিশূল ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণে। এই সমস্ত সাফল্যের কারণেই ১১ মে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।