Murder Case: খুনের মামলায় ফেরার আসামি পুলিশের জালে

শান্তিরবাজার(ত্রিপুরা), ১১ মে(হি. স.) : খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি অবশেষে পুলিশের জালে আটক হয়েছেন। শান্তির বাজার থানার ওসির নেতৃত্বে খুনের সাথে জরিত থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শান্তির বাজার থানার ওসি বিশ্বজিত দেববর্মা জানিয়েছেন, ২০২১ সালের ২৬ এপ্রিল শান্তির বাজার মহকুমার পতিছড়ী ড্রপগেইট এলাকায় খুন হয়েছিলেন স্থানীয় বাসিন্দা অজয় নোয়াতিয়া। এই ঘটনার শান্তির বাজার থানায় মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার রাতে আইলমারা থেকে খুনের সাথে জড়িত থাকার দায়ে বিশু কুমার মুড়াসিংকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ।  ওই খুনের ঘটনায় শান্তির বাজার থানায়  ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। তিনি জানান, ধৃত বিশু কুমার মুড়াসিংহকে বুধবার  বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।  শান্তির বাজার থানার ওসি-র দাবি, অজয় নোয়াতিয়া হত্যা মামলায় অভিযুক্ত বিশু কুমার মুড়াসিং দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তার হদিশ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *