Train Accident: রেল লাইন পার করতে গিয়ে আটকে গেল টমটম, কোনমতে প্রাণে বাঁচলেন চালক ও স্কুল পড়ুয়ারা

আগরতলা, ১০ মে (হি. স.) : রেল লাইন পার করতে গিয়ে অল্পেতে রক্ষা পেয়েছে টমটমে চেপে বাড়ি ফেরত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। রেল লাইনে টমটম আটকে যায় এবং তখনই ট্রেন এসে যাওয়ায় কোনক্রমে টমটম চালক এবং ছাত্ররা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন। কিন্ত, ট্রেনের ধাক্কায় টমটম দুমড়েমুচড়ে গেছে। পানিসাগর মহকুমায় চন্দ্রহালাম পাড়ায় ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর একটা নাগাদ চন্দ্র হালাম পাড়ায় রেল লাইন পার করতে গিয়ে শিলচর-আগরতলা গামী ট্রেনের ধাক্কায় একটি টমটম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই টমটমে চেপে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি ফিরছিলেন। রেল লাইন পার হওয়ার সময় টমটমের চাকা আটকে যায়। তখনই ট্রেন এসে পরে এবং টমটম চালক ও ছাত্ররা কোনক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেন। কিন্ত, টমটম ট্রেন ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের বক্তব্য, দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ছুটে গিয়ে রেল লাইন থেকে টমটম সরানোর ব্যবস্থা করেছেন। কিন্ত, তাতে অনেকটা সময় লেগেছে। প্রায় আধ ঘন্টা ওই ট্রেন সেখানে দাঁড়িয়ে ছিল। রেল লাইন থেকে টমটম সরানোর পর ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

রেল লাইনে দুর্ঘটনার খবর রেলওয়ের আধিকারিক ও পানিসাগর থানার পুলিশ ছুটে আসেন। মূলত, ওই স্থানে রেল লাইন পার করার জন্য কোন ওভার ব্রীজ নেই। সেখানে ওভার ব্রীজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্ত, রেলওয়ের পক্ষ থেকে নানা জটিলতার অজুহাতে সেখানে ওভার ব্রীজ নির্মাণ করে দেওয়া হচ্ছে।আজ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ারা অল্পেতে রক্ষা পেয়েছেন। সময় মতো টমটম থেকে পালিয়ে না গেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু নিশ্চিত ছিল। তাই, আজ স্থানীয় জনগণ রেলওয়ের আধিকারিকদের কাছে ওই এলাকা দিয়ে ট্রেন যাওয়ার সময় গতি কমানোর আর্জি জানানো হয়েছে।