আগরতলা, ১০ মে : কংগ্রেসে অভ্যন্তরীণ নির্বাচনের প্রস্তুতি চলছে। বুথ স্তর পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর নাগাদ সম্পূর্ণ প্রক্রিয়া সমাপ্ত হবে। কংগ্রেস নেতা আব্দুল হান্নান আজ এই সংবাদ জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় কর্মসূচীর অন্তর্গত ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও অভ্যন্তরীণ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তাই, জেলা ও ব্লক রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, সর্ব ভারতীয় সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে এই কর্মসূচীর সমাপ্তি হবে।তাঁর দাবি, দেশব্যাপী সংগঠনকে শক্তিশালী করতে হলে নির্বাচনের মাধ্যমে লড়াকু নেতাদের বেছে নিতে হবে। তাঁদের সামনে এগিয়ে এনে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তাই, বুথ স্তর পর্যন্ত নেতা নির্বাচনেই উদ্যোগ নেওয়া হয়েছে।