নয়াদিল্লি, ১০ মে (হি.স.): কিংবদন্তি সন্তুর-বাদক পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার টুইটারে লিখেছেন, “পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক জগৎ আরও দরিদ্র হল। তিনি সন্তুরকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছিলেন। তাঁর গীত আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। পরম মমতার সঙ্গে তাঁর সাথে আমার কথোপকথনের স্মৃতি মনে করছি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবকুমার শর্মা। নিয়মিত ডায়ালিসিস চলত তাঁর। তাঁর বয়স হয়েছিল ৮৪। মঙ্গলবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

