মুম্বই, ১০ মে (হি.স.) : ভারতীয় জীবন বীমা নিগম (আলাইসি)-এর আইপিও-র জন্য আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলেছে। এই আবেদন জমা দেওয়ার সময়সীমা সোমবারই শেষ হয়েছে। প্রায় তিনগুন সাবস্ক্রাইবার আইপিও-তে বিনিয়োগ করেছেন বলে জানা গিয়েছে। বিক্রির জন্য বরাদ্দ ১৬ কোটি ২০ লক্ষ ইক্যুইটি শেয়ারের জন্য ৪৭ কোটি ১৭ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।
আগামী ১২ মে এই শেয়ারগুলি বিলি করা হবে। বোম্বে শেয়ার বাজার ও জাতীয় শেয়ার বাজারে তা নথীভূক্ত হবে ১৭ মে। এক একটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার মধ্যে রাখা হয়েছে। পলিসিহোল্ডারদের জন্য শেয়ারপিছু ৬০ টাকা ছাড় রয়েছে। সেখানে সংস্থার কর্মী ও খুচরো বিনিয়োগকারীরা শেয়ারপিছু ৪৫ টাকা ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকার এই শেয়ার বাজারে ছেড়ে ২১ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রেখেছে। যার মধ্যে ৫ হাজার কোটি টাকা ইতিমধ্যেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন।