Mehbooba Mufti : দারিদ্র্যের দিক থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের চেয়েও পিছিয়ে ভারত : মেহবুবা মুফতি

শ্রীনগর, ১০ মে (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করে মেহবুবা মুফতি বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি সরকার মানুষকে চাকরি দিতে অক্ষম। মূল্যস্ফীতি বাড়ছে, আর আমাদের দেশের সম্পদ বিক্রি হচ্ছে। দারিদ্র্যের দিক থেকে আমাদের দেশ বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের চেয়েও পিছিয়ে। তাদের কাছে জনগণকে দেওয়ার কিছু নেই।”

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি আরও বলেছেন, “তাই মানুষকে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের পেছনে লোক পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মসজিদ, তাজমহল এবং অন্যান্য। লুটপাট করে দেশ থেকে পালিয়ে যাওয়া লোকদের কাছ থেকে টাকা ফেরত আনার পরিবর্তে, তারা মুঘল আমলে নির্মিত সম্পত্তিগুলিকে বিকৃত করতে চাইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *