Fire : লোয়ার হাফলঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত চারটি দোকান

হাফলং (অসম), ১০ মে (হি.স.) : ডিমা হাসাও জেলার লোয়ার হাফলঙে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে আজ মঙ্গলবার সকালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোরের দিকে তারা হঠাৎ দেখতে পান দাউ দাউ করে জ্বলছে কয়েকটি দোকান। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে ছুটে এলেও কিছু করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতই ছিল যে মুহূর্তের মধ্যে চার-চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্ম হয়ে যায়।

এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছার আগেই সব দোকানকে গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করার পর অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, স সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

কিছু দিন পর পর এভাবে লোয়ার হাফলঙে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। তা কি শুধু এক দুর্ঘটনা, না এর পেছনে অন্য রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও কয়েক লক্ষাধিক টাকা হবে বলে দাবি করা হচ্ছে।