Protest: উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়াল শাহিন বাগ, বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল পরিস্থিতি

নয়াদিল্লি, ৯ মে (হি.স.): অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়াল শাহিন বাগ। শাহিন বাগের স্থানীয় মানুষজনদের বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সোমবারও চলতে থাকে বিক্ষোভ ও প্রতিবাদ। এদিন সকালে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শাহিন বাগ এলাকাযর বাসিন্দারা,উচ্ছেদ অভিযানের জন্য আনা বুলডোজার রুখে দেন তাঁরা।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী। এদিন উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদে অংশ নেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান। আপ বিধায়ক আমানাতুল্লাহ খান বলেছেন, “আমার অনুরোধে জনগণ ইতিমধ্যেই অবৈধ দখল সরিয়ে নিয়েছে। পুলিশের উপস্থিতিতে এখানকার একটি মসজিদের বাইরের ‘ওয়াজু খানা’ ও টয়লেট সরিয়ে ফেলা হয়েছে। যখন কোনও অবৈধ দখল নেই, তারা এখানে এসেছে কেন? শুধু রাজনীতি করার জন্য?”