নয়াদিল্লি, ৯ মে (হি. স.) : দ্বীপ রাষ্ট্র জামাইকা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জামাইকা সফরের প্রস্তুতি নিয়ে সোমবার সেদেশের বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। কমনওয়েলথের মহাসচিব পদে তাঁর প্রার্থীপদকে ভারত সমর্থন করেছে বলেও এস জয়শঙ্কর জানিয়েছেন।
আগামী ১৫ থেকে ২১ মে জামাইকা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রথম এই দ্বীপরাষ্ট্রে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির জামাইকা সফরের প্রস্তুতি নিয়ে সোমবার সেদেশের বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। টুইট করে জয়শঙ্কর জানিয়েছেন, “জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে দারুণ কথা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির ঐতিহাসিক সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।” কমনওয়েলথের মহাসচিব পদে তাঁর প্রার্থীপদকে ভারত সমর্থন করেছে বলেও এস জয়শঙ্কর জানিয়েছেন।

