নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ উদয়পুরের রমেশ চৌমুহনীতেপাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরকিল্লা ব্রাঞ্চে চোরের দলের হানা৷ ব্যাংকের পেছনের দিক দিয়ে চোর ভিতরে ঢোক বলে জানা যায়৷ রবিবার স্থানীয় জনগণ ব্যাংকের পেছনের দিকে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে আর কে পর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ এ ছুটে আসেন৷ ঘটনার খবর পেয়ে ব্রাঞ্চ ম্যানেজার ছুটে আসেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চোরেরা ব্যাংকের ভেতর থেকে কোনকিছুই নিয়ে যেতে পারেনি৷ চোরদের চুরির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷
ঘটনার খবর চাউর হতেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ রমেশ চৌমুহনী এলাকাসহ পার্শবর্তী এলাকা গুলিতে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷