চণ্ডীগড়, ৮ মে (হি.স.) : পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে দিল্লির বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা। তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট। মোহালি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবারই হাইকোর্টে আপিল করেছিলেন বিজেপির এই নেতা। জরুরি ভিত্তিতে মধ্যরাতে শুনানি শুরু হয় বিচারপতি অনুপ চিটকারার বাসভবনে। আগামী ১০ মে পরবর্তী শুনানি পর্যন্ত বাগ্গাকে গ্রেফতার করতে পারবে না পঞ্জাব পুলিশ।
আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেন বাগ্গা। তাঁর আইনজীবী অনিল মেহতা বলেন, রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে বাগ্গাকে গ্রেফতার করতে চেয়েছিল পঞ্জাব পুলিশ। আদালত জানিয়েছে, আগামী ১০ মে মূল মামলার সঙ্গে বাগ্গার আবেদনেরও শুনানি হবে। ততদিন পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। হাইকোর্টে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাগ্গার বাবা প্রীতপাল সিং বাগ্গা।