বেঙ্গালুরু, ৮ মে (হি.স.) : কর্ণাটকে পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ কেলেঙ্কারিতে কালাবুর্গির পুলিশ কমিশনার ওয়াইএস রবিকুমার দশজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন। এর আগে বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই এই কেলেঙ্কারির বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছিলেন।
গত ২৯ এপ্রিল কর্ণাটক সরকার দুর্নীতির অভিযোগের পরে পুলিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল।
সরকার বলেছিল, একটি নতুন পরীক্ষা পুনরায় পরিচালনা করা হবে এবং এর তারিখগুলি শীঘ্রই ঘোষণা করা হবে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিআইডি সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত দিব্যা হাগারাগি এবং অন্য চারজনকে গ্রেফতার করেছে। এই মামলায় পলাতক দিব্যাকে বৃহস্পতিবার রাতে পুনে থেকে গ্রেফতার করা হয়।

