নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ৩৬ মাইল এলাকায় কাঠ পাচার বিরোধী অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন একজন বনকর্মী৷ আক্রান্ত বনকর্মীর নাম শংকর গোয়ালা৷ সহকর্মী জওয়ানরা তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসেন৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিনিয়ত বনদস্যুরা গাছ কেটে কাঠ পাচার করে চলেছে৷ গত কয়েকদিন ধরেই বনদপ্তর এর কর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে তল্লাশি অভিযানের সামিল হয়েছে৷ তল্লাশি চালাতে গিয়ে বনদপ্তর এর কর্মীরা ব্যাপক সাফল্য পেতে শুরু করেছে৷ এ ধরনের অভিযান চালাতে গিয়ে শনিবার রাতে বনদস্যুদের হাতে আক্রান্ত হয়েছে বনদপ্তর এর কর্মী শংকর গোয়ালা৷ এ ব্যাপারে মুঙ্গিয়াকামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ হামলাকারী বনদস্যুদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷