ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিনোদনমূলক খেলাধুলায়ও যে নিজেদের সঁপে দেওয়া যায় তার প্রত্যক্ষ প্রমাণ দেখে মাঠে খোদ মন্ত্রীসহ অন্যান্য অতিথিবর্গও অভিভূত। প্রখর রৌদ্রও যেন আজ হার মেনেছে দু’দলের সম্প্রীতি পূর্ণ বাতাবরণে স্পোর্টিং অ্যাটিটিউড-এর কাছে। একদিকে বিদ্যুৎ নিগমের গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালনে সদা ব্যস্ত কর্মচারীবৃন্দ। অপরদিকে কলম-ক্যামেরা হাতে দিন রাত সর্বক্ষণ সমাজের চতুর্থ স্তম্ভকে দৃঢ় রাখার সংকল্পবদ্ধ সাংবাদিককূল। প্রীতি ক্রিকেট ম্যাচ বলে কথা। দুটোই বিনোদন ক্লাব।
এমবিবি কলেজের ময়দানে সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে টি এস ই সি এল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের অধিনায়ক রঞ্জন দেববর্মা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ম্যাচে সীমিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে বড় স্কোর মিঠুন ধরের ২৩, শাহ আলমের ১৬ এবং দৌলতপাল দেববর্মার ১৫ রান উল্লেখযোগ্য। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বোলারদের মধ্যে দিব্যেন্দু দে ১৭ রানে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বোলারের ট্রফিও জিতে নিয়েছে।
এছাড়া, অধিনায়ক অভিষেক দে ৪ ওভার বল করে ১টি মেডেন দিয়ে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেয়। কৃপণ বোলিং এবং টিম মোটিভেশনের স্বীকৃতিস্বরূপ অভিষেক দে পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের সুদৃশ্য ট্রফি। তাছাড়া, জাকির হোসেন, অনির্বাণ দেব এবং বিশ্বজিৎ দেবনাথ – প্রত্যেকে একটি করে উইকেট ভাগ করে নিয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ১৫.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার মেঘধন দেব ৫২ বল খেলে অপরাজিত ভূমিকায় তিনটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৫ রান সংগ্রহ করার মধ্য দিয়ে একদিকে যেমন দলকে জয় এনে দেয়, অপরদিকে সেরা ব্যাটসম্যানের সুদৃশ্য ট্রফিও জিতে নেয়।
এছাড়া, সুব্রত দেবনাথ ৬ বল খেলে একটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ১৮ রানের পাশাপাশি অনির্বাণ দেবের ১৪ রান উল্লেখ করার মতো। প্রসেনজিৎ সাহা এবং তাপস দেবও বেশ ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়েছে। ফিল্ডার-এর ভূমিকায় সুমন সাহা এবং বিপ্লব বিশ্বাস নজর কেড়েছে। দুর্দান্ত এক ক্যাচ ধরে সুমন যথারীতি সেরা ফিল্ডারের ট্রফিও পেয়েছে। বিদ্যুৎ নিগম কর্মচারী বিনোদন ক্লাবের বোলার দৌলতপাল দেববর্মা, জেমস জমাতিয়া ও সুদীপ দেব – প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। শুরুতে প্রধান অতিথি হিসেবে আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার উপস্থিত ছিলেন। সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় এবং কারা ও অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল প্রমূখ। উভয় অনুষ্ঠানে উপস্থিত বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার এবং ফিনান্স অধিকর্তা সর্বজিৎ সিং ডোগড়া প্রমূখ ম্যাচের আয়োজক এবং দু’দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করে আগামী দিনেও তা নিয়মিত জারি রাখার আহ্বান জানান এবং বিজয়ীদের পুরস্কৃত করেন। একই অনুষ্ঠানে টিএসইসিএল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে রাজ্যের বরিষ্ঠ তিনজন ক্রীড়া সাংবাদিক মনিময় রায়, সরযূ চক্রবর্তী এবং সুপ্রভাত দেবনাথকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করার মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জেআরসি-র পক্ষ থেকে অতিথিবর্গকে শুভেচ্ছা স্মারক প্রদানের মধ্য দিয়ে অভিবাদন জানানো হয়। সংবর্ধিত তিনজন-ই সংক্ষিপ্ত বক্তৃতায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ব্যক্ত করেন। উপভোগ্যকর প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন, পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান দারুন ভাবে সম্পন্ন হওয়ায় টিএসইসিএল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব-এর চেয়ারম্যান দেবাশিস সরকার, জেনারেল সেক্রেটারি বিপ্লব কুমার দাস, ফিনান্স অধিকর্তা সর্বজিৎ সিং ডোগড়া-র পাশাপাশি জেআরসি-র সচিব অভিষেক দে প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।