খোয়াই, ৭ মে : খোয়াইয়ের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হলেও গরু চোরের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ সিঙ্গিছড়ায় শুক্রবার গভীর রাতে হানা দিয়ে একটি বাড়ি থেকে দুটি গবাদিপশু চুরি করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির মালিকের নাম রাকেশ শীল।
পরিবারের তরফ থেকে জানানো হয় রাত প্রায় আড়াইটা নাগাদ তারা গরু চুরির ঘটনা টের পেয়েছেন। ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে লক্ষ্য করেন ঘর থেকে দুটি গবাদিপশু নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে গ্রামের মানুষজন ঘুম থেকে জেগে ওঠেন। খবর দেওয়া হয় খোয়াই থানায় এবং বিএসএফ জওয়ানদের।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া গরু উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশী গরু চোরের দল সীমান্ত ডিঙিয়ে প্রবেশ করে এই চুরির ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে চুলের দল কাঁটাতারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
সীমান্তে বিএসএফের টহলদারী ও নজরদারি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। উল্লেখ্য খোয়াই শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে। উপর্যপরি চুরির ঘটনায় এলাকায় বসবাসকারী জনগণের ওষ্ঠাগত প্রাণ।