নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : দক্ষিণ দিল্লিতে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে জানানো হয়েছে, দখল হটানোর আড়ালে এটি প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি, আইন এবং সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে।
ভারতের কমিউনিস্ট পার্টির দিল্লি রাজ্য কমিটির (মার্কসবাদী) সম্পাদক আবেদনের প্রতিনিধিত্ব করে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পদক্ষেপ অমানবিক এবং অত্যন্ত বেআইনি বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে।
পিটিশনে বলা হয়েছে, “যথাযথ কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসকারী/কাজ করা লোকেদের শ্বাস নেওয়ার সময় না দিয়ে, অভিযোগকারীরা মূল্যবান সাংবিধানিক অধিকার এবং জীবনের অধিকারকে অস্বীকার করে উচ্ছেদ অভিযান চালিয়েছে।” পিটিশন অনুসারে, কর্তৃপক্ষ ভবনগুলির মালিক/অধিগ্রহণকারীদেরকে কারণ দর্শানোর জন্য বিধিবদ্ধ নোটিশ জারি করেনি। কীভাবে ভবনগুলির দখলদার/মালিকদের থেকে দখল করা হয়েছে, সে সম্পর্কেও তাদের কোনও নোটিশ জারি করা হয়নি।