Dead Body : বিশালগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বিশালগড় এর লেম্বুতলি এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম লিটন শীল৷ জানা যায় বাড়ির পার্শবর্তী এলাকার একটি রাবার বাগানে মৃতদেহটি ফাঁসিতে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয় ৷

খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং রাবার বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ কেন ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহ কিংবা মানসিক অবসাদের কারণেই সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷