আগরতলা, ৬ মে : রাজধানী আগরতলার শ্মশান এবং কবরস্থানগুলি পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার রাজধানীর ইন্দ্রনগর শ্মশান পরিদর্শনে যান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্যরা।
মূলত, শ্মশানের পরিকাঠামো পরিদর্শনের জন্যই এই সফর বলে জানান মেয়র। তিনি জানান, ইন্দ্রনগর শ্মশানের পরিকাঠামো উন্নয়নে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা অতিসত্বর করা হবে। সাথে তিনি যোগ করেন, শহরের প্রত্যেকটি শ্মশান ও কবর স্থানের পরিকাঠামো উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ফলে আগামী কিছু দিনের মধ্যেই সব গুলি শ্মশান ও কবর স্থানের যাবতীয় কাজ সম্পন্ন হবে।