করোনা সংক্রমণ বাড়ছে চিনে, আপাতত বাতিল এশিয়ান গেমস

বেজিং, ৬ মে (হি. স.) : চিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রণ। সংক্রমণে লাগাম টানতে সে দেশের বহু প্রদেশে জারি করা হয়েছে লকডাউন। এবার সংক্রমণে লাগাম টানতে চলতি বছরের এশিয়ান গেমস বাতিল হয়ে গেল। অলিম্পিক কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, ১৯তম এশিয়ান গেমস, যা শুরু হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর থেকে, সেটি বাতিল করা হয়েছে।

ডিরেক্টর জেনারেল অব অলিম্পিক কাউন্সিল অব এশিয়া-র শীর্ষকর্তা হুসেন আল মুসাল্লাম এপ্রিল মাসে জানিয়েছিলেন, চিনে যে ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে এশিয়ান গেমস বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কায় এবার সত্যি হল। চিনের সরকারি প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস-য়ে আসন্ন এশিয়ান গেমস বাতিলের খবর দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে বাতিল সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। এশিয়ান গেমস হওয়ার কথা ছিল হ্যাংঝাউ প্রদেশে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দেশের করোনা সংক্রমিতদের সংখ্যাগরিষ্ঠ এই প্রদেশের বাসিন্দা। প্রদেশের বাসিন্দারা কার্যত গৃহবন্দী।

প্রসঙ্গত, চিনে করোনা সংক্রমণে লাগাম টানতে সে দেশের বহু প্রদেশে জারি করা হয়েছে কড়াকড়ি লকডাউন। যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। মিলছে না জীবনদায়ী ওষুধ।