ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জওয়ানের মৃত্যু, অভিযান জারি

নারায়ণপুর, ৪ মে (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান। নারায়ণপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার জানিয়েছেন, মুঙ্গারি গ্রামের কাছে গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন একজন জওয়ান প্রাণ হারিয়েছেন। অভিযান জারি রয়েছে।

নারায়ণপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার জানিয়েছেন, বুধবার নারায়ণপুর জেলায় মুঙ্গারি গ্রামের কাছে গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডিআরজি জওয়ানদের। বিশেষ অভিযানের সময় শুরু হয় এই এনকাউন্টার। গুলির লড়াই চলাকালীন মাওবাদীদের গুলিতে একজন জওয়ানের মৃত্যু হয়েছে। অভিযান এখনও জারি রয়েছে।