BJP : মেয়র হওয়ার ইচ্ছা পূরণ হয়নি, বিজেপি–ত্যাগের ঘোষণা শশাঙ্কজ্যোতির

গুয়াহাটি, ৩ মে (হি.স.) : গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর মেয়র করা হয়নি, তাই গোঁসা করে দলই ছেড়ে দিলেন বিজেপির শশাঙ্কজ্যোতি ডেকা। স্বয়ং মুখ্যমন্ত্ৰী কেন, ভগবান আসলেও সিদ্ধান্ত বদল করবেন না, রাগে-ফুঁসে স্পষ্ট করেছেন শশাঙ্কজ্যোতি।

আজ মঙ্গলবার হেঙেরাবাড়িতে বিজেপির প্রদেশ সদর দফতরে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীভূষণ শর্মা, মন্ত্রী পীযূষ হাজরিকা, বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জয়ন্তমল্ল বরুয়া সহ বহুজনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকের পর জিএমসি-র নতুন মেয়র হিসেবে ২৯ নম্বর ওয়াৰ্ডের বিজেপি পারিষদ মৃগেন শরণিয়ার নাম ঘোষণা করেছেন অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। পাশাপাশি ডেপুটি মেয়র হিসেবে ২২ নম্বর ওয়ার্ডের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাজিত বিজেপি পারিষদ স্মিতা রায়ের নাম ঘোষণা করেন প্রদেশ সভাপতি। অন্য পারিষদদের সঙ্গে বৈঠকে ছিলেন ৩৮ নম্বর ওয়াৰ্ডের বিজয়ী বিজেপির শশাঙ্কজ্যোতি ডেকাও।

মেয়র পদে তাঁর নামের জায়গায় মৃগেন শরণিয়ার নাম ঘোষণা হতেই রাগে বৈঠকস্থল ছেড়ে বেরিয়ে যান ৩৮ নম্বর ওয়াৰ্ডে বিজেপির টিকিটে বিজয়ী ডেকা। বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শশাঙ্কজ্যোতি ডেকার স্পষ্ট অভিযোগ, মেয়রের পদ না পাওয়ায় তিনি খুব অসন্তুষ্ট। তাঁকে বঞ্চিত করা হয়েছে। বিজেপিতে তাঁর রাজনৈতিক ভবিষ্যত শূন্য। তাই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, মুখ্যমন্ত্ৰীর দরকার নেই, স্বয়ং ভগবান নেমে এলেও সিদ্ধান্ত বদল করবেন না। তবে তাঁকে যাঁরা বিজেপিতে এনেছিলেন, তাঁদের প্ৰতি কৃতজ্ঞতা জানান তিনি। বিজেপি ছেড়ে কোনও দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে বলেন, অবশ্যই, তবে কয়েকদিন পর জানাবেন কোন দলে যোগদান করবেন তিনি, বলেন শশাঙ্কজ্যোতি ডেকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *