বাস্তি, ৩ মে (হি.স.): উত্তর প্রদেশের বাস্তি জেলায় মোটরবাইক ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা ৩ যুবক। বিয়ের অনুষ্ঠান থেকে মোটরবাইকে ফিরছিলেন ৩ যুবক, সেই সময় একটি বাস বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে ছিটকে পড়েন ৩ জন। সেখানেই তাঁদের মৃত্যু হয়। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-গোরক্ষপুর জাতীয় সড়কে।
বাস্তির পুলিশ সুপার আশিষ শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের নাম-নীরজ (২০), অনিল (১৯) ও সন্দীপ (২০)। প্রত্যেকের বাড়ি কালওয়ারি এলাকায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, তবে বাসের চালক পলাতক। বাসের চালকের খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।