নয়াদিল্লি, ৩ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৮৯.৪১-কোটির গণ্ডি অতিক্ৰম করল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৬ লক্ষ ২৩ হাজার ৭৯৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৮৯,৪১,৬৮,২৯৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে এই মুহূর্তে ওঠানামা করছে দৈনিক কোভিড-টেস্ট। বিগত ২৪ ঘন্টায় কোভিড টেস্টের সংখ্যা ৪-লক্ষাধিক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ মে সারা দিনে ভারতে ৪,১৯,৫৫২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,৮৬,২৮,২৫০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,১৯,৫৫২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫৬৮ জন।
2022-05-03