পাথারকান্দি (অসম), ২ মে (হি.স.) : তিরিশ লক্ষাধিক টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই মাদক পাচারকারীকে আজ সোমবার করিমগঞ্জের সিজেএম আদালতে পেশ করেছিল পাথারকান্দি পুলিশ। শুনানি শেষে আদালতের নির্দেশে ধৃত স্থানীয় দুই যুবক আব্দুল লেইস ও আব্দুল খয়েরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল এমজেড ০১ এল ৮০৬২ নম্বরের একটি মোটর বাইকে ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই পাচারকারী আসিমগঞ্জ থেকে ত্রিপুরায় যাচ্ছিল। কিন্তু এই খবর পাথারকান্দি পুলিশের কাছে আগাম চলে আসে। ফলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের পিছু ধাওয়া করে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন স্থানে দুই বাইকারকে আটক করে পুলিশ। তাদের ছিল একটি ব্যাগ। ওই ব্যাগে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় দশ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির বাজারমূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদক পাচারকারী আব্দুল লেইস ও আব্দুল খয়েরের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।