আগরতলা, ২ মে : অটোতে মিটার চালু করার তীব্র বিরোধীতা করেছে ত্রিপুরা মোটর শ্রমিক ও ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। সিট্যু সমর্থিত দুই শ্রমিক সংগঠন আজ যৌথ সাংবাদিক সম্মেলনে অটোতে মিটার নিয়ে আপত্তির বিষয়ে জানিয়েছে।
এদিন অমল চক্রবর্তী বলেন, নির্দিষ্ট পরিকাঠামো ছাড়াই মিটার অটো চালু করা হয়েছে। সে ক্ষেত্রে সরকার দুজন ডিলারের ওপর মিটার বসানোর দায়িত্ব দিয়েছে। ফলে চাহিদার থেকে যোগান কম হওয়ায় অটো শ্রমিকদের থেকে মিটার প্রতি অনেক টাকাই বেশি হাতিয়ে নিচ্ছেন ডিলাররা।
তাঁর অভিযোগ, মিটারগুলি আদৌ সঠিক ভাবে কাজ করছে কিনা সেটি নির্ণয় করার জন্য উপযুক্ত মেশিন নেই ত্রিপুরায়। মিটার পরীক্ষা করার দায়িত্বও ডিলারের কাঁধেই নিয়োজিত। ফলে কতটা সঠিক ভাবে মিটারটি কাজ করবে সেটাই প্রশ্ন। তাঁর দাবি, উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা না করেই পরিবহন দপ্তর কিভাবে মিটার বাধ্যতামূলক উচিত হয়নি।এদিকে, শ্রমিক নেতারা এদিন বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা বলেন, বর্তমান সরকার শুধুই প্রচার সর্বস্ব। তারা বিভিন্ন প্রকল্প প্রচার করে দেন কিন্তু আদতে সেই প্রকল্পগুলি সঠিক অর্থে বাস্তবায়িত হয় না পরিকাঠামোর অভাবে। অমল বাবু বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর পরিবহন শ্রমিকদের ওপর বিজেপি-আইপিএফটি জোট সরকার বিভিন্নভাবে জুলুম চালিয়ে যাচ্ছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় মানুষের গণতন্ত্র হরণ করা হচ্ছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে। সরকারের জনস্বার্থ বিরোধী বিষয়গুলি বিরুদ্ধে প্রত্যেককে সরব হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।