Accident: গুজরাটে ভ্যান ও বাসের সংঘর্ষে মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন

সুরেন্দ্রনগর, ২ মে (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় যাত্রীবাহী ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। প্রাণে বেঁচে গেলেও ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে লিম্বডি থানার অন্তর্গত রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের ওপর কাটারিয়া গ্রামের কাছে।

পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাজকোট থেকে রাজস্থানে যাচ্ছিলেন ৬ জন। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ কাটারিয়া গ্রামের কাছে তাঁদের ভ্যান একটি বাসে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের প্রত্যেকের বয়স ২০ বছরের কাছাকাছি। সকলেই রাজকোটের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *